Home » » how to install bijoy bayanno

how to install bijoy bayanno

how to install bijoy bayanno

১। বিজয় বায়ান্ন এখান থেকে ডাউনলোড করুন।

২। ডাউনলোডকৃত Bijoy-52 এর উপর ডান বাটন ক্লিক করে Extract Files.. ক্লিক করুন, Ok ক্লিক করুন।

bijoy-bayanno

Winrar ইন্সটল না থাকলে Winrar সফটওয়্যারটি ডাউনলোড করে প্রথমে পিসিতে ইন্সটল করে নিন তাহলে Extract File করতে পারবেন।

৩। এবার Bijoy-52 ফোল্ডারটির মধ্যে Bijoy52_setup ফাইলটি ইন্সটল করুন।

bijoy-bayanno

৪। “বিজয় বায়ান্ন উইন্ডোজ এইট” অপশনটি ইন্সটল করবেন যাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০/উইন্ডোজ ১১ বা উইন্ডোজ ৮।

পরবর্তীতে Next, Yes, I accept, Install ইত্যাদি অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে ইন্সটল সম্পূর্ণ  করুন।

৫। ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট করুন। কম্পিউটার ওপেন হলে Activation Code নামের বক্সে MJ52-GT22-R88T-S93F-BB15 কোড গুলো টাইপ করে দিয়ে Activate করুন। 


Download (bijoy 52 software)

OR

Download Apk (for android mobile phone) 

OR

Download (Ridmik Keyboard for Android)

OR

Download (বাংলা যুক্তাক্ষর তালিকা) 

0 comments:

Post a Comment

Contact form

Name

Email *

Message *