how to install bijoy bayanno
১। বিজয় বায়ান্ন এখান থেকে ডাউনলোড করুন।
২। ডাউনলোডকৃত Bijoy-52 এর উপর ডান বাটন ক্লিক করে Extract Files.. ক্লিক করুন, Ok ক্লিক করুন।
Winrar ইন্সটল না থাকলে Winrar সফটওয়্যারটি ডাউনলোড করে প্রথমে পিসিতে ইন্সটল করে নিন তাহলে Extract File করতে পারবেন।
৩। এবার Bijoy-52 ফোল্ডারটির মধ্যে Bijoy52_setup ফাইলটি ইন্সটল করুন।
৪। “বিজয় বায়ান্ন উইন্ডোজ এইট” অপশনটি ইন্সটল করবেন যাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০/উইন্ডোজ ১১ বা উইন্ডোজ ৮।
পরবর্তীতে Next, Yes, I accept, Install ইত্যাদি অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে ইন্সটল সম্পূর্ণ করুন।
৫। ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট করুন। কম্পিউটার ওপেন হলে Activation Code নামের বক্সে MJ52-GT22-R88T-S93F-BB15 কোড গুলো টাইপ করে দিয়ে Activate করুন।
0 comments:
Post a Comment